Advertisement

//অবক্ষয় দূর্গতি// -(শিকদার ওকাব) Deterioration of degradation by Sikder Okab-Poetry

//অবক্ষয় দূর্গতি//   -(শিকদার ওকাব) Deterioration of degradation by Sikder Okab-Poetry //অবক্ষয় ও দুর্গতি//

-(শিকদার ওকাব)
Deterioration of degradation by Sikder Okab-Poetry

ব্যস্ত জীবন কঠোর শ্রমে কর্ম করে
স্বসম্মানে বেশ তো সুখের ভাতি,
অসৎ কর্মে প্রতারণা ছল চাতুরি
ভণ্ডামিতে বাঁচে ইতর জাতি।

রাস্তা ঘাটে হাট বাজারে ভিক্ষাবৃত্তি
সহজ পেশায় এসব কারা দেখি?
ব্যস্ত সরক ট্রাফিক জ্যামে গাড়ির ভিরে
সবল সকল নামছে ভিক্ষায় একি?

দশ টাকার নোট হাতে দিতেই বলছে হেঁকে,
আর কিছু দিন, এক বেলার ভাত খাব।
অবাক হলেন? অল্প দিলে ভত্সর্না দেয়,
ভাব খানা ঠিক বাধ্য দিয়ে যাব।

যখন বলি পকেট খালি মাফ করেন ভাই,
মুখ ঘুরিয়ে ফকিন্নির পুত বলে।
এত দেখি ভিক্ষার নামে চাঁদাবাজী,
সংঘবদ্ধ সন্ত্রাসী দল তলে।

কাছের কত আপনজনে কষ্টে মরে
না খেয়ে রয় হাত পাতেনা তবু।
মূলধন বিনা নির্লজ্জ এই ভিক্ষাবৃত্তি
ব্যবসা পাতে ভেবে দেখছেন কভু?

দোষ কি ওদের? দোষ আমাদের মূল্যবোধের,
সর্বস্তরে অবক্ষয় ও দুর্গতি।
ঘুষ বানিজ্য পণ্যে ভেজাল অমানবিক,
অনৈতিক কাজ লাগামহীন দুর্নীতি।

Okab-Poetry

Post a Comment

0 Comments